টি–টোয়েন্টি সিরিজ জয়ের মধুর স্মৃতি নিয়ে আজ সকালে দেশে ফিরলো বাংলাদেশ।
টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর টি–টোয়েন্টিতে চমক দেখালো লিটন দাসের দল। স্মৃতিময় এক সফর শেষ করে দেশে ফিরলো টাইগাররা। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টি–টোয়েন্টি সিরিজ জেতে সফরকারিরা। বুধবার কলম্বোয়, সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে বাংলাদেশ ২১ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় পায়। তবে বিশ্রামের সুযোগ পাচ্ছে না তারা। লিটন দাসের দলের সামনে এবার আরো বড় চ্যালেঞ্জ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিতে হবে লিটন বাহিনী‘র। আগামী ২০, ২২ ও ২৪ জুলাই, মিরপুর স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ। দুই ধাপে ভাগ হয় গতকাল ঢাকায় এসেছে পাকিস্তানিরা।