তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।
বুধবার (১৬ জুলাই) সকালে দুবাই হয়ে ঢাকা পৌঁছায় তারা। তবে পুরো দল এখনও আসেনি। দলের বাকি অং সদস্যরা আসবে বিকাল ৫টায়।
দশ দিনের এই সফরে তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান দল। মিরপুর শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০, ২২ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ম্যাচ। প্রত্যেকটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
সিরিজে বিশ্রামে রয়েছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি। ইনজুরির কারণে খেলতে পারছেন না হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাদাব খান। ফলে এবার ১৫ সদস্যের দলে রয়েছেন বেশ কিছু নতুন মুখ।
মঙ্গলবার (১৫ জুলাই) সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আঘা বলেন, ‘আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। করাচিতে আমাদের অনুশীলন ক্যাম্প খুবই মনোযোগী ও পরিপূর্ণ ছিল। আমরা দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করেছি এবং এমন পরিবেশে অনুশীলন করেছি যা বাংলাদেশে খেলার সময় প্রত্যাশা করছি।’
পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ স্কোয়াড:
সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।
এসএ