আইসিসি টি–টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে সেরা দশে স্থান করে নিয়েছেন কাটারমাস্টার মুস্তাফিজুর রহমান। ঘরের মাঠে এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
সিরিজ জয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। পেলেনও বড় সুসংবাদ। আইসিসির সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা গেছে যৌথভাবে ভারতের বাঁ–হাতি পেসার আর্শদীপ সিংয়ের সঙ্গে ৯ নম্বরে অবস্থানে রয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ। দুজনেরই রেটিং পয়েন্ট ৬৫৩। দুই ম্যাচে তিন উইকেট নিয়ে গড়ে মাত্র সাত রান খরচ করেন তিনি।
শীর্ষ ১০ বোলারের তালিকায় আরও আছেন আদিল রশিদ, বরুণ চক্রবর্তী, আকিল হোসেইন, অ্যাডাম জাম্পা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রবি বিষ্ণুই, রশিদ খান ও অর্শদিপ সিং। শীর্ষ দশ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা।