বিশ্ব ক্রিকেটের দুই হেভিওয়েট চিরপ্রতিদ্বন্দ্বী ভারত–পাকিস্তানের মহারণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয়ে আত্মবিশ্বাসী ভারত। অন্য দিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে ব্যাকফুটে পাকিস্তান। মহারণে ভারতের বিপক্ষে হারলে বিদায়ের পথে পা বাড়াবে গত আসরের রানার্স আপরা। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে জিতলে শেষ আটে এক পা দিয়ে রাখবে ভারত।
রবিবার (৯ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে একটি করে পরিবর্তন আনতে পারে ভারত ও পাকিস্তান।
চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে পারেননি ইমাদ ওয়াসিম। তবে সেই চোট কাটিয়ে এখন তিনি পুরোপুরি ফিট। গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন আজম খান। তার সাম্প্রতিক ফর্ম খুবই বাজে। তার জায়গায় আজকের ম্যাচে একাদশে ঢুকতে পারেন ইমাদ ওয়াসিম।
এদিকে ভারতের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। যদি উইকেট অনেক বেশি স্পিন বান্ধব হয় তাহলে অক্ষর প্যাটেলের জায়গায় কুলদ্বিপ যাদবকে দেখা যেতে পারে।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ–
মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফ, নাসিম শাহ।
ভারতের সম্ভাব্য একাদশ–
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আর্শদ্বিপ সিং, মোহাম্মদ সিরাজ।
এসএ/দীপ্ত সংবাদ