ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণ অর্থাৎ টি–টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠবে চলতি বছর ৪ জুন। আসরে ডি–গ্রুপে রয়েছে বাংলাদেশ।
গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপাল।
যদিও আনুষ্ঠানিক ভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনো বিশ্বকাপের গ্রুপিং ও সূচি প্রকাশ করেনি।
টি–টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে অংশ নেওয়া ২০টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে ৫ টি করে দল। প্রতিটি দল গ্রুপ পর্বে ৪ টি করে ম্যাচ খেলবে। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল যাবে সুপার এইটে।
গ্রুপ পর্বের ম্যাচগুলো আয়োজন করবে যুক্তরাষ্ট্র। নবম আসর শেষ হবে ৩০ জুন।
এক নজরে গ্রুপগুলো –
গ্রুপ ‘এ’– ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’– ইংল্যান্ড (বর্তমান চ্যাম্পিয়ন), অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’– নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি
গ্রুপ ‘ডি’– বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, নেপাল।
এসএ/দীপ্ত নিউজ