৩২
স্বীকৃতি টি–টোয়েন্টিতে ৫০০তম উইকেটের দেখা পেলেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটসের বিপক্ষে রিজওয়ানের উইকেট নিয়ে এই কীর্তি গড়েন তিনি।
এই ফরম্যাটে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের একমাত্র মালিক এখন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে ৫০০ উইকেট ও পাঁচ হাজার রানের ডাবলের কীর্তি আছে শুধু ডোয়াইন ব্রাভোর। এছাড়া টি–টোয়েন্টি ক্রিকেটে এই কীর্তি গড়েছেন রশিদ খান (৬৬০), সুনিল নারাইন (৫৯০) ও ইমরান তাহির (৫৫৪)।
সিপিএলে সেন্ট কিটসের বিপক্ষে রেকর্ড গড়ার দিনে দুই ওভারে ১১ রান দিয়ে, তিন উইকেট শিকার করেন সাকিব।