নেপিয়ারে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে বুধবার (২৭ ডিসেম্বর) নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
ম্যাচ শুরু হবে বাংরাদেশ সময় বেলা ১২টা ১০ মিনিটে।
এই ম্যাকলিন পার্কেই ২৩ ডিসেম্বর সিরিজের শেষ ওয়ানডে জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার পালা টি–টোয়েন্টির।
তবে ছোট ফরম্যাটে নিউজিল্যান্ডের মাটিতে জয়ের দেখা মেলেনি টাইগারদের। অবশ্য ২০২১ সালে নেপিয়ারের এই মাঠেই, দ্বিতীয় টি টোয়েন্টিতে জয়ের কাছাকাছি গিয়েও, বৃষ্টি আইনের মারপ্যাচে হেরে যায় বাংলাদেশ। এবার প্রতিশোধের সুযোগ হাথুরুর শিষ্যদের।
চন্ডিকা হাথুরুসিংহ বলেন, শেষ ওয়ানডেতে জয়ের পর ছেলেরা মানষিকভাবে বেশ শক্ত আছে। তারা যেকোনো ফরম্যাটেই এখন খেলার জন্য প্রস্তুত। এবার সেই ধারা টি টোয়েন্টি সিরিজে ধরে রাখতে চায় তারা।
আগামী ২০২৪ সালের জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ। এই সিরিজটা তাই টাইগারদের কাছে অনেক বড় প্রস্তুতির মঞ্চ।
হেড কোচ জানান, টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটিই আছে আমাদের জন্য। নিজেদের সেরাটা দেয়ার জন্য এখন প্রস্তুত তারা।
কিউইদের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াডে নেই মুশফিক, তামিম, এনামুল আর রাকিব। তাদের জাযগায় দলে ফিরেছেন রনি তালুকদার, শামিম হোসেন, শেখ মেহেদী ও তানভির ইসলাম।
এ বছর এখন পর্যন্ত ৮ টি টোয়েন্টি ম্যাচের ৭টিতেই জয় আছে টাইগারদের। সাথে আছে ইংল্যান্ডকে হোয়াটওয়াশ করার সুখস্মৃতি।
তাই কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচেই চমক দেখানোর অপেক্ষায় লাল সবুজের প্রতিনিধিরা।
এসএ/দীপ্ত নিউজ