টেস্টের পর টি–টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ক্যারিবীয়দের ৩ উইকেটে হারিয়েছে অজিরা।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার চার বলে ১৭০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন শিমরন হেটমায়ার। শারফেন রাদারফোর্ড করেন ৩৫ রান।
জবাবে ব্যাট করতে নেমে ১৮ বল আর ৩ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে ফেলে অস্ট্রেলিয়া। অজি ব্যাটার মিচেল ওয়েন করেন ৩৭ রান। ক্যামেরন গ্রিন ৩২, টিম ডেভিড ৩০ ও ২৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে সাজঘরে ফেরেন অ্যারন হার্ডি। টি–টোয়েন্টিতে ৫–০ ব্যবধানে সিরিজ জয়ের দ্বিতীয় রেকর্ড অস্ট্রেলিয়ার। এর আগে এমন ঘটনা ঘটেছে মাত্র একবার। ২০২০ সালের জানুয়ারি–ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে গিয়ে ৫–০ ব্যবধানে জিতেছিলো ভারত।
এছাড়া কোনো দ্বিপক্ষীয় সিরিজে সফরকারী দলের কোনো হার ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ ৮–০ জয়ের রেকর্ড এটি। এর আগে ২০১৭ সালে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৯–০ ব্যবধানে হারিয়েছিলো ভারত।