খেলাপ্রেমীদের জন্য আজ রয়েছে কয়েকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্লে–অফের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচসহ ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) আলোচিত এক লড়াই থাকছে দিনের সূচিতে।
বিপিএল:
বিপিএলে আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। টিকে থাকার লড়াইয়ে দুই দলই ঝাঁপিয়ে পড়বে, যেখানে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে, সরাসরি দেখাবে টি স্পোর্টস ও গাজী টিভি।
এরপর সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে ফরচুন বরিশাল ও চিটাগং চ্যালেঞ্জার্স। এই ম্যাচের বিজয়ী সরাসরি ফাইনালে উঠবে, আর পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, এটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি।
ইংলিশ প্রিমিয়ার লিগ:
রাতের ফুটবল রোমাঞ্চে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হবে চেলসি ও ওয়েস্ট হাম। লন্ডনের দুই ক্লাবের এই হাইভোল্টেজ ম্যাচ শুরু হবে রাত ২টায়, এটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।