মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

টিকটক নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রে খসড়া প্রস্তাব

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টিকটক নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওর নেতৃত্বে একদল মার্কিন আইনপ্রণেতা গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) একটি বিল উপস্থাপন করেছেন। বেইজিংয়ের গুপ্তচরবৃত্তিতে বাইটড্যান্স মালিকানাধীন অ্যাপটি ব্যবহৃত হতে পারে—এমন শঙ্কায় এ বিল পেশ করেছেন তারা।

মার্কো রুবিওর দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চীন-রাশিয়া নিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়ার রাশ টেনে ধরতে সক্ষম হবে এ বিল। প্রতিনিধি পরিষদে বিলটি উপস্থাপন করছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য মাইক গ্যালাগার ও ডেমোক্র্যাট সদস্য রাজা কৃষ্ণমূর্তি।

খসড়া প্রস্তাবটি সমর্থন করেন ডেমোক্রেট দলের আইনপ্রণেতারাও। গত মাসে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক যৌথ নিবন্ধে এমন নতুন খসড়া প্রস্তাবের ইঙ্গিত দিয়েছিলেন সিনেটর মার্কো রুবিও ও মাইক গ্যালাহার।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাতটি অঙ্গরাজ্যের সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন রিপাবলিকান পার্টির গভর্নররা। গত বছর সকল সরকারি সংস্থার ডিভাইসে টিকটক নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছিল মার্কিন আইনপ্রণেতারা।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More