সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটককে আরো প্রাণবন্ত ও ইতিবাচক করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এর সেফটি অ্যাম্বাসেডর হয়েছেন ফুটবলার জামাল ভূঁইয়া। প্রযুক্তিবিদরা বলছেন, খ্যাতনামা ব্যক্তিদের যোগদান এই প্লাটফর্মকে আরো ইতিবাচক করবে।
গান কিংবা রম্য সংলাপের সাথে নিজের ব্যাঙ্গাত্মক মুখোভঙ্গি আর ঠোঁট মিলিয়ে মাত্র ১৫ সেকেন্ডের ভিডিও প্লাটফর্ম টিকটক। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত আছে শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। একে আরো প্রাণবন্ত, বৈচিত্র্যপূর্ণ কমিউনিটির জন্য নিরাপদ এবং ওয়েলকামিং প্ল্যাটফর্ম তৈরি করতে সেফটি অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালু করেছে টিকটক। যাতে যুক্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
তথ্যপ্রযুক্তিবিদরা বলছেন, খ্যাতনামা ব্যক্তিরা যুক্ত থাকলে এই প্ল্যাটফর্মের ইতিবাচক দিক বাড়বে।
এই প্রোগ্রামে জামাল ভূঁইয়ার সাথে রয়েছেন এডুকেটর আয়মান সাদিক, অভিনেত্রী শবনম ফারিয়া, কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসান, সাবেক মিস বাংলাদেশ পিয়া জান্নাতুল এবং লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ফাইজা।