ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রে প্রবেশ নিয়ে শিক্ষকদের সঙ্গে ছাত্রদল সমর্থিত প্যানেল ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান ও তার অনুসারীদের তুমুল বাগ–বিতণ্ডার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিএসসি কেন্দ্রের সামনে এসে প্রবেশের চেষ্টা করেন ভিপিপ্রার্থী আবিদ। তবে প্রবেশ করতে না পেরে এরপর তিনি ‘শিবির ভোট চোর’ স্লোগান দেন।
ছাত্রদল কর্মীরা অভিযোগ করেন, গণনা কেন্দ্রে শিবির কর্মীরা অবস্থান করছে, তাই ছাত্রদল নেতাকর্মী ও সাংবাদিকদের প্রবেশের সুযোগ থাকা উচিত।
ছাত্রদল কর্মীরা জানান, ভিপিপ্রার্থী সাদিক কায়েম ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারলে তাদের কেন আটকানো হচ্ছে।
তবে প্রশাসন জানিয়েছে, এই সময় কাউকে কেন্দ্রে প্রবেশের অনুমতি নেই।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটের বিপরীতে ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন। ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নামেন ১ হাজার ৩৫ জন।
এসএ