১১

টিউলিপ বাগানে উষ্ণতায় সাফা কবির
সাফা কবিরকে বলা যায় এই সময়ের সম্ভাবনাময় মডেল কিংবা অভিনেত্রীদের একজন।

টিউলিপ বাগানে উষ্ণতায় সাফা কবির
সাফা কবির প্রথম বিজ্ঞাপনে মডেল হন আশফাক বিপুলের পরিচালনায় এয়ারটেলের বিজ্ঞাপনে। মিডিয়াতে সাফা কবিরের আগমন বিজ্ঞাপন নির্মিতা আদনান আল রাজীবের হাত ধরে।

টিউলিপ বাগানে উষ্ণতায় সাফা কবির
সাফা প্রথম অভিনয় করেন ‘এট এইটিন অলটাইম দৌঁড়ের উপর ’ নাটকে। এরপর তিনি আতিক জামান পরিচালিত ‘একা মেয়ে’ নাটকে অভিনয় করেন। দুটি নাটকেই তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিলো। এরপর সাফা কবির আরো অনেকগুলো নাটকে অভিনয় করেছেন।

টিউলিপ বাগানে উষ্ণতায় সাফা কবির