টানা ৪০ দিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল পুরস্কার পেয়েছে এক‘শ কিশোর। শনিবার (১৮ মার্চ) দুপুরের দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়াড়িয়া খেলার মাঠে চিলড্রেন ফর বেটার ফিউচারের (সিবিএফ) আয়োজনে এ সাইকেল বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, ২০২২ সালে ডিসেম্বর মাস থেকে চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত ৪০ দিনে ১৫০ জন কিশোর অংশগ্রহণ করে। অংশগ্রহনকারীদের মধ্যে এক‘শ জন টানা ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায় করায় বাইসাইকেল পুরস্কার দেয়া হয়েছে। বাকি অংশগ্রহনকারী যারা টানা ৪০ দিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারেনি তাদেরকেও বিভিন্ন ইসলামিক বই, ব্যাগ ও উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
ভাড়াটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জলিল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী। অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সাউথ এশিয়া ইউথ অ্যাসোসিয়েশনের (সায়া) সাবেক সভাপতি এডভোকেট আল মামুন রাসেল।
এ সময় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আইয়ুব আলী, বালিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহির উদ্দিন, বলরাম অন্য আদর্শ উচ্চ বিদ্যানিকেতনের সাবেক শিক্ষক মুহাম্মদ সফিউদ্দীন, খাবাসপুর আদর্শ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা, আকিজ ইনসাফের হেড অফ ওয়েলফেয়ার গোলাম হায়দার, বাংলাদেশ মসজিদ মিশন মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম খান, মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান এইচ মহসিনুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ–সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এফএম/দীপ্ত সংবাদ