কয়েকদিনের টানা বর্ষণে তলিয়ে গেছে বান্দরবানের নিম্নাঞ্চল। ডুবে গেছে ঘর–বাড়ি, রাস্তাঘাট। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। পাহাড় ধসে আহত হয়েছেন বেশ কয়েকজন।
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপদসীমার উপর দিয়ে বইছে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদী। ফলে পানিতে ডুবে গেছে আছে সদর উপজেলার ইসলামপুর, আর্মিপাড়া, কালাঘাটাসহ বিভিন্ন এলাকা। এছাড়া রুমা, থানচি, রোয়াংছড়ি, লামা ও আলীকদমে পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশো পরিবার। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা।
টানা বর্ষণের কারনে বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। খোলা হয়েছে ১৯২টি আশ্রয় কেন্দ্র।
রবিবার বিকাল ৩টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় বান্দরবানে ২১৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আল/ দীপ্ত সংবাদ