টানা দুই বিশ্বকাপ জিততে পারলে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিবেন মার্টিনেজ। দেশটির ‘বি–প্লে‘কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ।
তিনি আরও বলেন, টানা দুইবার বিশ্বকাপ জেতার আশা করি না। তবে জিতলে দারুণ অনুভূতি হবে। আমরা সবাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখেছি। জন্মের পর আমি এই একবারই দেখেছি। সাত বছরের বাচ্চাও জানে তারা কী দেখেছে। গত বুধবার ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে ৪–১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ঘরের মাঠ বুয়েনস এইরেসের মনুমেন্তালের ম্যাচে মার্টিনেজকে খুব বেশি পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। যদিও একটি গোল হজম করেছেন, তবে ব্রাজিল তার দক্ষতা তেমন পরীক্ষা করতে পারেনি। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বের শীর্ষে আছে স্কালোনির দল। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।