সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–কর্মচারীরা।
বুধবার (৩ জুলাই) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে ক্যাম্পাসে জড়ো হন শিক্ষকরা।
দ্রুততম সময়ে দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।
এদিকে, কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় অচলাবস্থা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে।
উল্লেখ্য, মঙ্গলবার (২ জুলাই) সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
এসএ/দীপ্ত সংবাদ