টানা তিনদিন ধরে পঞ্চগড়ের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদ্যু শৈত্য প্রবাহ৷ বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শহরের দোকানপাটগুলো খুলছে অনেক দেরীতে৷
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশা না থাকলেও হিমালয় থেকে প্রবাহিত হওয়া হিমশীতল বাতাস ঠান্ডার প্রবাহকে আরও বাড়িয়ে তুলেছে। কনকনে ঠান্ডা আর হীম বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলে জনজীবন।
সকাল সকাল ঝলমলে রোদে কিছুটা স্বস্তি মিললেও বিকেল হতে না হতেই আবার বেড়ে যাচ্ছে ঠান্ডার মাত্রা৷ রাত যত গভির হয় এই ঠান্ডার মাত্রা ততই বাড়তে থাকে। সন্ধ্যার পরপরই ফাকা হয়ে যাচ্ছে শহর। লোকবলের উপস্থিতি কম হওয়ায় দোকানপাট গুলো খুলছে অনেক দেরীতে। কনে ঠান্ডায় বিপাকে পড়েছেন পথচারীরসহ ছিন্নমুল মানুষ। শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছে শীশু ও বয়স্করা।
গোফরান বিপ্লব