রাজশাহীতে তাপমাত্রার পারদ যেন আর নিচে নামছে না। কেবলই ওপরে উঠছে। চলতি মাসের ৪ এপ্রিল মৃদু তাপপ্রবাহ দিয়ে শুরু হয়েছিলো এ মৌসুমে গরমের দাপট। আর চারদিন থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে খরাপ্রবণ এ রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে। সর্বশেষ তিনদিনই রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রার পারদ রয়েছে ৪২ ডিগ্রী সেলসিয়াসের ঘরে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ৩টার পর রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, এর মধ্যে তিনদিন রাজশাহীর তাপমাত্রা ৪২ ডিগ্রী সেলসিয়াস অতিক্রম করে। প্রথমে ১৭ এপ্রিল বিকেল ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস এবং বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেল ৩টায় রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। মাঝখানে কেবল ১৮ এপ্রিল ছিল ৪২ ডিগ্রী সেলসিয়াস আর ১৯ এপ্রিল ছিল ৪২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
অর্থাৎ অতি তীব্র তাপপ্রবাহ টানা চারদিন ধরে স্থায়ী হয়েছে রাজশাহীর উপরে। ভারী বর্ষণ ছাড়া আপাতত এ তাপপ্রবাহ প্রশমিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর দুই–এক দিনের মধ্যে রাজশাহীতে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে রাজশাহীসহ সারা দেশেই কমবেশি বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে। তাই আপাতত বৃষ্টির জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।
এমি/দীপ্ত