বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে টানা তিনদিন ধরে বৃষ্টি ও জোয়ারের পানিতে বরগুনার নদ–নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাত থেকে মুষলধারে বৃষ্টির কারণে খেটে খাওয়া মানুষগুলো ঘর থেকে বের হতে পারেনি। তলীয়ে গেছে মাছের গের, ফসলি জমি। বিনষ্ট হয়েছে সবজির ক্ষেত।
অন্য দিকে বরগুনার বিষখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি রেকর্ড করা হয়েছে বছর সর্বোচ্চ ১২৪ মিলি মিটার। এতে বরগুনা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে ড্রেন থেকে নোংরা পানিতে প্লাবিত হয়েছে। একদিকে থেমে থেমে বৃষ্টি আবার জোয়ারের পানির চাপ বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এর মধ্যে বেশ কিছু গ্রামও প্লাবিত হয়েছে।
এছাড়ও তীররক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে যেতে পারে বলে আতঙ্কে আছেন নদী পার্শ্ববর্তী এলাকার মানুষেরা।
পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলেদের মাছ ধরার ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়স্থলে থাকার জন্য আহবান করেছেন আবহাওয়া অধিদপ্তর।
শাহ্ আলী/শায়লা/দীপ্ত নিউজ