টাঙ্গাইলে ২৪ ঘণ্টার বৃষ্টিতে, বিপর্যস্ত জনজীবন ভারী বৃষ্টি শুরু হয়েছে। টানা দুই দিনের ভারী বৃষ্টির কারণে অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।
সোমবার (৭ আগস্ট) সকাল থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে করে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমিক ও দিন মজুররা। সব মিলিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
অপরদিকে যমুনাসহ বিভিন্ন নদ–নদীর পানি বেড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ কেটে গেলে দুই/ তিন দিনের মধ্যে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হবে।
মুশলধারে বৃষ্টির ফলে গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রোপা আমনসহ বিভিন্ন সবজি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। এছাড়া শহরের প্রধান সড়কগুলোতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনের পঁচা দুর্গন্ধযুক্ত পানি বৃষ্টির পানির সঙ্গে মিশে একাকার হয়েছে।
শায়লা/ দীপ্ত নিউজ