টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আগুন লেগে ছয়টি পরিবারের ১১টি বাড়ি–ঘর পুড়ে গেছে। সেই সঙ্গে তাদের চারটি গরু পুড়ে মারা গেছে।
রবিবার (৩ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দড়িসয়া গ্রামের আম্বিয়া খাতুনের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়।
এদিকে আগুনে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার।
আরও পড়ুন: নীলক্ষেতে মার্কেটে আগুন
তিনি জানান, একই গ্রামের বাবলু মিয়ার দুইটি ঘর, সেজনু মিয়ার দুইটি ঘর ও দুইটি গরু, মো. নাজমুলের দুইটি ঘর, আম্বিয়া খাতুনের দুইটি ঘর, তোফাজ্জল হোসেনের তিনটি ঘর ও দুইটি গরু, সফিকুল ইসলামের একটি ঘর এবং ঘরের ভেতরে থাকা সব আসবাবপত্র, মালামাল এবং জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এ বিষয়ে গোপালপুর ফায়ার সার্ভিস আন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. নাজমুল হোসেন বলেন, খবর পেয়ে থানার ওসিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। আগামীকাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।
সুমন/ সুপ্তি/ দীপ্ত নিউজ