বিজ্ঞাপন
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫

টাঙ্গাইলে ট্রাক চাপায় বাবা ও ছেলে নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টাঙ্গাইলে সলঙ্গায় ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এঘটনায় আহত হয় আরেক ছেলে রাসেল খন্দকার ।

মঙ্গলবার (৮ জুলাই) ভোরে হাটিকুমরুলবনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়ার নুর জাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনসলঙ্গা থানার পুরনাবেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল মান্নান তার দুই ছেলেকে নিয়ে নিজস্ব অটোরিকশাযোগে চিকিৎসার জন্য সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। অটোরিকশাটি সলঙ্গা চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে এ সময় দ্রুত গতির একটি ট্রাক অটোরিকশাটি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুল মান্নান খান্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার নিহত হন। আহত হয় বড় ছেলে রাসেল খন্দকার।

স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ও নিহতদের উদ্ধার করে হাইওয়ে থানার নিয়ে আসেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More