টাঙ্গাইলের কালিহাতীতে গরু বোঝাই ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
বৃহস্পতিবার (১৪ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে–ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার বাগুটিয়া বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন– জামালপুর সদর উপজেলার কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের ছেলে আব্দুল্লাহ আল অক্ষর (৬), তার নানী শাশুড়ী হুসেইনে আরা (৬৮) এবং তাদের বহনকারী প্রাইভেটকারের চালক কুমিল্লা জেলার কুদ্দুস মিয়ার ছেলে আবুল হোসেন (৩২)।
কালিহাতী ফায়ার সার্ভিসের টিম লিডার আহসান হাবীব ও গরু ব্যবসায়ীরা জানান, জামালপুরের মাদারগঞ্জ থেকে গরু নিয়ে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার বাগুটিয়া বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে গিয়ে বিপরীত দিক থেকে আসা পর–পর দু‘টি প্রাইভেটকারের প্রথমটির একপাশে লেগে রাস্তার পাশে পড়ে যায়। পরের প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান জানান, এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
আল / দীপ্ত সংবাদ