ঈদ–উল আযহা উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইলের সরকারি শিশু পরিবার বালিকা‘র ৯১ জন নিবাসীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ জুন) বেলা ১১ টায় শহরের সরকারি শিশু পরিবার বালিকা প্রাঙ্গণে এ ঈদ উপহার বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহ আলম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার দীপ ভৌমিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবে সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সরকারি শিশু পরিবার বালিকা‘র উপ–তত্ত্বাবধায়ক তানিয়া আক্তার প্রমুখ।
পোশাক পেয়ে খুশি তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জানহান (৯) বলেন, ডিসি স্যার আমাদের ঈদের কাপড় কিনে দিয়েছে। কাপড় পেয়ে আমি অনেক খুশি হয়েছি। এবার ঈদে নতুন কাপড় পরে ঈদ করবো। অনেক ভালো লাগছে।
আরেক শিক্ষার্থী সাইমা আক্তার (৮) বলেন, নতুন কাপড় পেয়ে অনেক ভালো লাগছে। নতুন কাপড় পরে ঈদ করবো।
সুমন খান/ইমাম/দীপ্ত নিউজ