বিসিবি থেকে শুরু করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল পর্যন্ত, সৈয়দ আশরাফুল হক তার দীর্ঘ প্রশাসনিক ক্যারিয়ারে যেখানেই কাজ করেছেন, সেখানেই রেখেছেন সফলতার স্বাক্ষর।
বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনে অন্যতম রূপকার আশরাফুল হক গত এক দশকের বেশি সময় ধরে দেশের ক্রিকেটে উপেক্ষিতই ছিলেন। অভিজ্ঞ এ সংগঠক এখনও নিজের সবচেয়ে প্রিয় খেলাটিকে সময় দিতে চান এবং বাংলাদেশের ক্রিকেটে তার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চান।
ঢাকার ক্লাব ক্রিকেটে আজাদ বয়েজের ক্রিকেটার হিসেবে বেশি পরিচিত সৈয়দ আশরাফুল হক। ক্রিকেটার হিসেবে তার বড় কীর্তি আজাদ বয়েজের হয়ে করা ডাবল সেঞ্চুরি। ১৯৮১–৮২ মৌসুমে খেলা তার ২১৪ রানের ইনিংসটিই বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের প্রথম ডাবল সেঞ্চুরি।
তবে আশরাফুল হকের বেশি পরিচিতি ক্রিকেট সংগঠক হিসেবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক ছিলেন, এরপর এশিয়ান ক্রিকেট কাউন্সিলে কাজ করেছেন সংগঠনটির শুরুর দিন থেকে। ১৯৮৩ সালের ১৯ সেপ্টেম্বর এসিসি প্রতিষ্ঠার দিন তিনি তাতে যোগ দেন যুগ্ম সম্পাদক হিসেবে।
বাংলাদেশের ক্রিকেটে খেলার চেয়ে সব সময়ই অন্য আলোচনা বেশি থাকে। এ ক্রীড়া ব্যক্তিত্বের মতে, রাজনীতি থেকে দূরে রাখতে পারলেই সাফল্য ধরা দিবে বিসিবিতে।
দেশের ক্রিকেটসহ ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে হলে দক্ষ সংগঠকদের সামনে থেকে নেতৃত্বদানের সুযোগ দেওয়ার পরামর্শ তার।
হাসিব/ আল