চাঁদপুরের ফরিদগঞ্জে শিশু আদিল মোহাম্মদ সোহানের (৮) চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার কিশোর অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ মে) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ মামলার ঘটনায় ব্যবহৃত আলামত উদ্ধার সংক্রান্তে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মিলন মাহমুদ।
আটক কিশোর ফরিদগঞ্জ উপজেলার রুদ্রগাঁও তালুকদার বাড়ির শরীফ তালুকদারের ছেলে মো. আবদুল আহাদ (১৭) শিশু আদিলের গৃহ শিক্ষক ছিলেন।
পুলিশ সুপার মিলন জানান, গত ১৫ মে সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয় শিশু আদিল। নিখোঁজের ৫ দিন পর ১৯ মে বাড়ির পাশের একটি পরিত্যক্ত জমিতে শিশুটির মাটিচাপা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সবশেষ তথ্য প্রযুক্তি মাধ্যমে হত্যাকান্ডের রহস্য উদঘাটনে বেরিয়ে আসে ভারতীয় সিরিয়াল দেখে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে পরিকল্পনা করে হত্যা করে অভিযুক্ত আহাদ। পরিকল্পনায় শিশুটিকে অজ্ঞান করার কথা থাকলেও এতে তার মৃত্যু হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপ্স) পলাশ কান্তি নাথ, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমুখ।
ইবরাহিম রনি/এমি/দীপ্ত নিউজ