যুক্তরাষ্ট্র সাময়িকী টাইম এর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের মেরিনা তাবাসসুম। বুধবার (১৭ এপ্রিল) ২০২৪ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে টাইম।
মেরিনা পেশায় একজন স্থপতি। তালিকায় উদ্ভাবক শ্রেণিতে স্থান পেয়েছেন তিনি। মেরিনা তাবাসসুম সম্পর্কে টাইম লিখেছে, স্থাপত্যচর্চায় মেরিনা স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধের পাশাপাশি পৃথিবী যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছে তা অগ্রাধিকার দিয়েছেন।
জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা এমন এক বাড়ির মডেল তৈরি করেছেন, যার নির্মাণ ব্যয় কম এবং বাড়ি সহজে স্থানান্তরও করা যায়। ২০২১ সালে মানবিক ঘর তৈরির জন্য যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সন পদক পান মেরিনা।
২০২০ সালে ব্রিটিশ সাময়িকী প্রসপেক্ট এর ৫০ চিন্তাবিদের মধ্যে শীর্ষ ১০–এ স্থান করে নিয়েছিলেন তিনি।
আল / দীপ্ত সংবাদ