চার পরিবর্তন নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে খেলা নাইম শেখ ও নাহিদ রানা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজেই নেই। প্রথম ম্যাচে বাদ পড়েছেন শামিম হোসেন ও হাসান মাহমুদ।
নাইম, শামিম, হাসান ও নাহিদ রানার পরিবর্তে একাদশে ঢুকেছেন সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। মাহিদুলের এই ম্যাচ দিয়ে ওয়ানডে দলে অভিষেক হচ্ছে। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট সামলাতে পারেন তিনি।
গত বছর টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক হওয়া অঙ্কন ৯৬টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪৪.৫৩ গড়ে ৩ হাজার ৪২৯ রান করেছেন। ৪টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ২৮টি হাফসেঞ্চুরি। এক টেস্ট খেলে তার রানসংখ্যা ২৯।
আফগানিস্তানের বিপক্ষে একটি মাত্র ওয়ানডে খেলা নাইম ২৪ বল খেলে করেন মাত্র ৭ রান। সংখ্যার চেয়েও বড় বিষয় হলো ব্যাটে–বলেই করতে পারছিলেন না তিনি। তার জায়গায়ই মূলত সৌম্য সুযোগ পান। সৌম্য এনসিএলে ৬ ম্যাচে ১৭৮ রান করেছিলেন। নাহিদ আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেয়ে ৮.২ ওভার বল করে ৫৬ রান দিয়েছিলেন তিনি। বিনিময়ে নিতে পারেননি একটি উইকেটও।
বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ব্রান্ডন কিং, অ্যালিক আথানাজ, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুদাকেশ মতি, খারি পিয়েরে ও জায়দেন সিলস।