৩৪
হোয়াইটওয়াশের মিশনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অর্থাৎ পাকিস্তান প্রথমে ব্যাট করবে।
প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস হয়ে গেছে। এবার সামনে হোয়াইটওয়াশ মিশন। মিরপুরে আজ সিরিজের শেষ টি–টোয়েন্টি জিতলে সেই মিশন পূরণ হবে বাংলাদেশের।
গত ম্যাচের একাদশ থেকে আজ পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ–
তানজিদ হাসান, নাইম শেখ, লিটন দাস (অধিনায়ক), মেহেদী মিরাজ, শামীম হোসেন, জাকের আলী, শেখ মেহেদী, সাইফউদ্দিন, নাসুম হোসেন, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।