বিপিএল শেষে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে নামছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের তিন সংস্করণের দলের অধিনায়কত্ব শুরু করেছে নাজমুল হোসেন শান্ত।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিন্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে জাকের আলির। এই উইকেটকিপার ব্যাটার সদ্য সমাপ্ত বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুস্কার হিসেবে জাতীয় দলের ক্যাপ পেলেন।
বাংলাদেশ একাদশ– লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ– আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, আকিলা ধানাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।
আল / দীপ্ত সংবাদ