টরেন্টোর কনস্যুলেট অফিস পরিদর্শনে হাইকমিশনার খলিলুর রহমানকানাডার টরেন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস পরিদর্শন করেছেন হাইকমিশনার ডা. খলিলুর রহমান।
গত ৩১ জানুয়ারি টোরেন্টর ২২৩৫ শেফার্ড অ্যাভিনিউয়ে অবস্থিত কনস্যুলেট জেনারেল অফিস পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কনস্যুলেট অফিসের সুবিধা ও অসুবিধার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
কানাডার রাজধানী অটোয়াতে বাংলাদেশ হাইকমিশনার অবস্থিত। দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের অধিকাংশই বসবাস কানাডার বৃহত্তর শহর টরেন্টোতে।
কনস্যুলেট জেনারেলে সার্ভিস: পাসপোর্ট, ভিসা, জমি–জমা সংক্রান্ত, ড্রাইভিং লাইসেন্সসহ অন্য সুবিধার জন্য অটোয়ার সঙ্গে যোগাযোগ করতে হতো; যেটা টরেন্টো প্রবাসীদের জন্য সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল ছিল।
তবে ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস টরেন্টোর সুনামের সঙ্গে প্রবাসীদের সেবা দিয়ে আসছে।
তবে কিছু সার্ভিস নেয়ার ক্ষেত্রে প্রবাসীরা এখনো ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশিরা দেশে যাওয়ার জন্য নো ভিসা রিকোয়ার (এনভিআর) স্ট্যাম্পের প্রয়োজন হয়; সেটার ফর্ম পূরণ করা বেশ কষ্টসাধ্য। সেটার জন্য ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট নিয়ে আসার দাবি প্রবাসীদের।
এজে/ দীপ্ত নিউজ