বিআরটি প্রকল্পের টঙ্গী উড়াল সড়কের ঢাকামুখী দুটি লেন চালুর সুফল পাচ্ছেন সাধারণ মানুষ। ২ ঘণ্টার পথ এখন ২ মিনিটেই পাড়ি দিচ্ছে এ পথের যানবাহন। তবে, এখনও ভোগান্তি কমেনি রাজধানী ছেড়ে যাওয়া যাত্রীদের।
মোহাম্মদ সোহেলের মত সবাই খুশি টঙ্গী থেকে উত্তরা পর্যন্ত উড়াল সড়কের একাংশ খুলে দেয়ায়। এখন নির্বিঘ্নে পার হওয়া যাচ্ছে প্রায় সোয়া দুই কিলোমিটার পথ।
উড়াল সড়ক নির্মাণের এই কাজটি শুরু হয় ২০১৩ সালে। প্রায় দশ বছরেও কাজ শেষ না হওয়াই এ পথের যাত্রীদের ভোগান্তি পৌঁছায় চরম মাত্রাই। তবে সম্প্রতি এই উড়াল সড়কের ঢাকামুখী দুই লেন যানবাহন চলাচলের জন্য খুলে দেয়াতে দুর্ভোগ কমেছে যাত্রীদের।
বিআরটি প্রকল্পের সাড়ে চার কিলোমিটার থাকবে উড়াল সড়কে। বাকি ১৬ কিলোমিটার সমতলে। মাঝে ১৭৫ মিটার দীর্ঘ টঙ্গী সেতু। তবে, উত্তরা থেকে টঙ্গী যাওয়ার পথে এখনও ভোগান্তিতে যাত্রীরা। ঢাকা থেকে টঙ্গীমুখী যানবাহনকে ব্যবহার করতে হচ্ছে পুরনো সেতু।
পুরো কাজ শেষে আগামী বছরের জুন মাসের মধ্যে বিআরটি প্রকল্প উদ্বোধনের লক্ষ্য সরকারের।