অন্যের জীবন বাঁচাতে আগুনে ঝাঁপিয়ে পড়েছিলেন ফায়ার সার্ভিসের শামীম আহমেদ (৪০)। সেই আগুনে শতভাগ অগ্নিদগ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শামীম।
গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুনে দগ্ধ হন শামীম।
১৯৮৫ সালের ১৬ ফেব্রুয়ারি নেত্রকোনায় জন্মগ্রহণ করা শামীম আহমেদ ২০০৪ সালের ১৬ আগস্ট ফায়ার সার্ভিসে যোগ দেন। প্রায় দুই দশকের কর্মজীবনে তিনি অসংখ্য অগ্নিনির্বাপণ অভিযানে অংশ নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।