ঝিনাইদহ সদর হাসপাতালে শুরু হয়েছে বৈকালীন স্বাস্থ্য সেবা কার্যক্রম। বৃহস্পতিবার (৩০ মার্চ ) বিকালে ঢাকা থেকে স্বাস্থ্য মন্ত্রীর উদ্বোধনের পর শুরু হয় কার্যক্রম। সেসময় ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: সৈয়দ রেজাউল ইসলাম, সহকারী পরিচালক ডা: শামসাদ রব্বানী খান, সিনিয়র চিকিৎসক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা: শামসাদ রব্বানী খান বলেন, আমরা চেষ্টা করবো আন্তরিকতার সাথে সেবা দানের জন্য। প্রাথমিকভাবে গাইনি, মেডিসিন, সার্জারীসহ সকল ইউনিটের জুনিয়র কনসালটেন্টরা সপ্তাহে দুদিন করে চিকিৎসা সেবা প্রদান করবেন। পর্যায়ক্রমে প্রচারনাও আরো ব্যাপক হারে চালানো হবে। তবে প্রথম দিনে সেবা নিতে আসা লোকের উপস্থিতি ছিল কম।
প্রতি কর্মদিবসে বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৩০০ টাকা চিকিৎসক ফিস, চিকিৎসা সেবায় সহায়তাকারী চার্জ ৫০ টাকা এবং ৫০ টাকা সার্ভিস চার্জ সহ মোট ৪০০ টাকার বিনিময়ে সিনিয়র কনসালটেন্ট এবং ২০০ টাকা চিকিৎসক চার্জ, চিকিৎসা সেবায় সহায়তাকারী চার্জ ৫০ টাকা এবং ৫০ টাকা সার্ভিস চার্জ দিয়ে জুনিয়র কনসালটেন্ট এর সেবা নিতে পারবে মানুষ।
তবে চিকিৎসক সংকটে আপাততো সেবা দিতে পারছেনা মেডিকেল অফিসাররা।
আল/দীপ্ত