ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে মহেশপুর–খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মহেশপুর উপজেলার ঘুগড়ী গ্রামের কাশেম মিয়া ও পান্তাপাড়া গ্রামের আলমগীর হোসেন। আর আহতরা হলেন, তাসলিমা খাতুন, সেলিম হোসেন, আকিদুল ইসলাম ও কালু মিয়া।
আরও পড়ুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
স্থানীয়রা জানায়, সিএনজি যোগে কয়েকজন মহেশপুর থেকে খালিশপুর যাচ্ছিলো। পথে ভালাইপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালি বোঝায় ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাশেম মিয়া ও আলমগীর হোসেন মারা যায়। আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সবাইকে যশোর রেফার্ড করা হয়।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজিবুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোরে রেফার করা হয়েছে।
মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, সকালে বালি বোঝাই ট্রাক ও যাত্রীবাহী সিএনজির সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: শার্শা সিমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত
এসএ/দীপ্ত নিউজ