ঝিনাইদহে মিনি ট্রাকের ধাক্কায় আমিরুল লষ্কর নামের এক আলম সাধু চালক নিহত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সদরের পোড়াহাটি তিন মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল হরিনাকুন্ডু উপজেলার শ্রীফলতলা গ্রামের সাবদার লষ্করের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে জেলার হরিনাকুন্ডু উপজেলা থেকে আলমসাধু চালিয়ে পাটকাঠি আনতে মাগুরা যাচ্ছিল আমিরুল লস্কার। পথিমধ্যে সদরের পোড়াহাটি তিন মাইল নামক স্থানে পৌছালে সামনের দিক থেকে আসা একটি মিনি ট্রাক আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আমিরুল। মরদেহ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক মিনি ট্রাকটি আটক করে পুলিশ।
সোহাগ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ