শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

ঝিনাইদহে মাঠ দিবস পালিত

ঝিনাইদহের কালীগঞ্জে আধুনিক প্রযুক্তিতে আখের সাথে সাথী ফসল চাষাবাদ র্শীষক মাঠ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামে মাঠে এ মাঠ দিবস পালিত হয়।

বিএসআরআই এর মহাপরিচালক ড. মো: ওমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সাবিনা ইয়াসমিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএসআরআই এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো: আবু তাহের সোহেল, মোবারকগঞ্জ সুগার মিলের মহাব্যবস্থাপনা পরিচালক (কৃষি) গৌতম কুমার মন্ডলসহ স্থানীয় আখচাষীরা।

কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সাবিনা ইয়াসমিন বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব। সার্বক্ষনিক কৃষকদের পাশে আছে। কৃষকদের সব ধরনের সুবিধা দিতে প্রস্তুত সরকার। আখ চাষ বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আখ চাষের পাশাপাশি বিভিন্ন ফসল উৎপাদন করা সম্ভব। তাতে করে কৃষিকরা অধিক লাভবান হবেন। আখের সাথে যদি কেউ অন্য কোন ফসল চাষাবাদ করে তাহলে আখ চাষ তার জন্য বোনাস। তাই কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য ত্রিমূখী চাষাবাদ করার জন্য সবাইকে আহবান জানান।

তিনি আরো বলেন, আখ চাষ দিন দিন কমে যাচ্ছে। আখের উৎপাদন বাড়াতে নতুন প্রযুক্তি আখের সাথে সাথী ফসল চাষ প্রকল্পটি কৃষকের মাঝে ছড়িয়ে দিতে কৃষি মন্ত্রণালয় কাজ করছে।

শাহরিয়ার আলম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More