ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী যুবসংঘের উদ্যোগে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলের চারা বিতরণ করা হয়েছে। কয়েকজন স্বেচ্ছাসেবক গাড়ি থেকে নেমে মাইক নিয়ে ডাক দিচ্ছেন তারা। পরে দলে দলে গাছ নিতে ছুটে আসছে নারী ও পুরুষেরা।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চাপালী স্কুল মাঠে এ গাছের চারা বিতরণের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোলাম সরোয়ার পুটু, শহর আলী, কাউন্সিলর রাশেদুল হক রিগান, চাপালী যুব সংঘের সভাপতি আজাদ রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ অন্যান্যরা।
এরপর দুইটি পিকআপে বিভিন্ন প্রজাতির প্রায় পনের’শটি চারা উপজেলার বারপাখিয়া, বলরামপুর কুল্টিখালি, ভোলপাড়া, গাজীর বাজার, দামোদারপুর, বারবাজার, মঙ্গলপৈতা, বারফা, পারখিদ্দাসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে ফেরি করে নারী ও পুরুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
চাপালী যুব সংঘের সভাপতি আজাদ রহমান জানান, ‘একটি গাছ, একটি প্রাণ’ এই শ্লোগান নিয়ে চাপালী যুব সংঘের আয়োজনে বিনামূল্যে ভ্রাম্যমাণ ফলের চারা বিতরণ করা হচ্ছে। দুইটি পিকআপে প্রায় পনের’শটি বিভিন্ন প্রজাতির ফলের চারা নিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে বিতরণ করা হয়। এরমধ্যে রয়েছে আম, কাঁঠাল, পেয়ারা, জাম, কলা, আমলকি, কদবেল গাছের চারা। পর্যায়ক্রমে আরও চারা বিতরণ করা হবে।
শাহরিয়ার আলম/পূর্ণিমা/দীপ্ত নিউজ