ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ইব্রাহিম হোসেন ওরফে মিজান (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। শুক্রবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম হোসেন ওরফে মিজান উপজেলার হেলাই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
আহতরা হলেন– যশোরের ঝিকরগাছা এলাকার নজরুল ইসলাম, আদিত্য ঘোষ, জীবননগর এলাকার কবির হোসেন, সুচিত্রা সেন, খোকন অধিকারী, সাদিয়া খাতুন, নাজিয়া খাতুনসহ অন্তত ২০ জন।
স্থানীয়রা জানায়, যশোর থেকে ছেড়ে আসা কালীগঞ্জগামী শাপলা এক্সপ্রেসের গরীবশাহ বাসটি ঝিনাইদহ–যশোর মহাসড়কের কেয়াবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসের মধ্যে আটকা পড়ে অনেক যাত্রী। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কালীগঞ্জ, যশোরসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। যশোর সদর হাসপাতালে বাসের সুপারভাইজার ইব্রাহিম হোসেনের মৃত্যু হয়।
নিহত ইব্রাহিম হোসেনের ভাইপো অপু হোসেন জানান, তার চাচা ওই বাসের সুপারভাইজার ছিলেন। তিনি বাসের নিচে চাপা পড়ে ছিলেন। তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরই মৃত্যু হয়।
বারবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুর আলম জানান, বাসটির চালক পালিয়ে গেছে। তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।
আফ/দীপ্ত সংবাদ