পবিত্র মাহে রমজানে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত ২৫০ পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
শনিবার (১৫ মার্চ) সকাল দশটায় উপজেলার দত্তনগর এসএম ফার্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পবিত্র মাহে রমজানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫০ পরিবারের মাঝে দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল, ডাল, তেল, খেজুর, দুধ, চিনিসহ বিভিন্ন রমজানের ইফতার সামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ করে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
প্রধান অতিথির বক্তব্যে জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক বলেন, রমজান মাসে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে দোস্ত এইড সোসাইটি। প্রতিষ্ঠানটি অন্যবাবের মতো এইবারও ২৫০ পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এতে অসহায় মানুষের কষ্ট অনেকটাই কমবে। আশা করি আগামীতেও দোস্ত এইডের এ ধরনের কার্যক্রম এই অব্যাহত থাকবে।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য সাব্বির সামি মুহিত বলেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে দোস্ত এইড। আমরা অসহায় মানুষের কষ্ট কমাতে এবছর রমজানে ২৫০ ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতি ও দোস্ত এইডের নির্বাহী সদস্য সাব্বির সামি মুহিতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– জীবননগর সাংবাদিক সমিতির সহ সভাপতি চাষী রমজান, ইসলামী ব্যাংকের যশোর চৌগাছা শাখার প্রিন্সিপাল কর্মকর্তা নাজমুল হোসাইন, এবলুম বাংলা ও শিকড় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শাহজাহান সিরাজ, সাংবাদিক মিথুন মাহমুদ, মহেশপুর তৌলটুপি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আসিফ আল ফারুকী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন– দৈনিক সময়ের সমীকরণের মহেশপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রহিম, সাংবাদিক অর্পণ রকি, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সিনিয়র এক্সিকিউটিভ মো. রমজান আলী, জুনিয়র এক্সিকিউটিভ মো. আতিকুল ইসলাম ও অনিম আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা ব্রাঞ্চের ইনচার্জ হুসাইন আহমেদ। সঞ্চালনায় দায়িত্বে ছিলেন আসিফ আল ফারুকী।
আল