ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মিনগ্রাম থেকে গাঁজার গাছসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার ( ১০ মে ) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো–ওই গ্রামের জিয়া বিশ্বাস (৪০), মৃত সুবান বিশ্বাসের ছেলে হামজা বিশ্বাস (৩২) ও টুকু বিশ্বাসের ছেলে অহিদুল বিশ্বাস।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি শাহীন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মিনগ্রামের জিয়া বিশ্বাসের বাড়ির পুর্বে একটি নির্মাণাধীন পাকা ঘরের মধ্যে গাঁজার আবাদ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়।
সেসময় ২ টি গাজাঁর গাছসহ ওই ৩ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আসামীদের শৈলকুপা থানায় সোপর্দ করা হয়।
আল/দীপ্ত সংবাদ