ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি সমর্থন করে এ বিক্ষোভ মিছিল করা হয়।
রবিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার নিমতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের করা হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে ঝিনাইদহ ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, শেখ হাসিনা সরকার পদত্যাগের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নেতাকর্মীরা রাজপথে দলের সকল কর্মূসুচি সফল করতে প্রস্তুত। দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা রাজপথ থেকে যাবেন না।
বিক্ষোভ মিছিলে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।
এর আগে ভোরে ঝিনাইদহ–যশোর মহাসড়কের বারবাজার এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।
এদিকে বিএনপির ডাকা ৪র্থ ধাপের অবরোধে দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। তবে সড়কে আঞ্চলিক যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এসএ/দীপ্ত নিউজ