ঝালকাঠির গাবখান চ্যানেলে জাহাজের ধাক্কায় ভোজ্য তেল ও সিমেন্টসহ মালবাহী একটি কার্গো ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। কার্গোটিতে থাকা ৪ শ্রমিকই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে জেলা সদরের কেওড়া ইউনিয়নের সারেঙ্গল এলাকার গাবখান চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: যশোরে কয়লা নিয়ে জাহাজডুবি
কার্গোটিতে থাকা শ্রমিক ও এলাকাবাসী জানায়, নারায়ণগঞ্জ থেকে সাড়ে ৯ হাজার বস্তা সিমেন্ট ও বিভিন্ন ভোজ্য তেল নিয়ে বাগেরহাট জেলার মোল্লারহাট এলাকায় যাত্রা করে নূর মদিনা নামের একটি কার্গো। এসময় বিপরীত দিকে যাত্রা করা মারিয়া রহমান–৩ নামের অপর একটি জাহাজের সঙ্গে পাশাপাশি ধাক্কা লাগে নূর মদিনা নামের কার্গোটির।
এতে কার্গোটির তলা ফেটে গিয়ে আস্তে গাবখান চ্যানেলে মালামালসহ ডুবে যায়। এসময় কার্গোটিতে থাকা চালকসহ ৪ শ্রমিক সাতরে তীরে উঠেতে সক্ষম হয়।
খালিদ/ আল / দীপ্ত সংবাদ