ঝালকাঠিতে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটি ও গাছের সাথে ধাক্কা লেগে খাদে পরে সুপার ভাইজারসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত বাসের ১৫ জন যাত্রী।
শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বরিশাল–পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাশকাঠি এলাকায় পৌছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটি ও গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচরে খাদে পড়ে যায়। এতে দুইজনের মারা যায় এবং ১৫ জন আহত হয়।
এতে আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে এবং আহতদের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আফ/দীপ্ত সংবাদ