ঝালকাঠির সদর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২৩ জন। শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এসএম আক্তারুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
হতাহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।
আক্তারুজ্জামান বলেন, বাসটি বাসাট পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। সদর উপজেলার ছত্রকান্দায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, যাত্রীবাহী একটি বাস পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর থেকে খুলনা–ঝালকাঠি মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
আফ/দীপ্ত নিউজ