বিনা উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটির উচ্চ ফলনশীল বোরো ধানের জাত বিনাধান– ২৫ শস্য নমুনা কর্তন উপলক্ষ্যে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া বটতলা বাজার সংলগ্ন এলাকায় কৃষক রবিউল খানের ধান কাটলেন কৃষি সচিব।
বৃহস্পতিবার সকালে কৃষি মন্ত্রণালয়ের (পিপিসি অনুবিভাগ) অতিরিক্ত সচিব মোঃ রুহুল আমিন তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ধান কাটার উদ্বোধন করেন।
পরে নলছিটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষদের নিয়ে মাঠদিবস অনুষ্ঠানে যোগদান করেন তিনি। এতে বিনাধান–২৫ এর চাষের বিভিন্ন সু্বিধার দিক তুলে ধরেন বক্তারা। তারা জানান ১শত ৪২ দিনের মধ্যে বিনাধানের ফলন পাওয়া যায়।এতে প্রতিহেক্টরে প্রায় সাড়ে ৭ টন ধান পাওয়া যাবে, যাতেকরে কৃষকরা ভালোলাভান হতে পারবে। ড.মির্জা মোফাজ্জল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন
অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের কৃষিবিদ মোঃ শওকত ওসমান। ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মনিরুল ইসলাম। নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান।দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা।
আল/দীপ্ত সংবাদ