বাংলাদেশ ও ভারত নারী দলের ৫ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ সিলেটে চলছে।রবিবার প্রথম টি–টোয়েন্টিতে ভারতের কাছে হেরেছে জ্যোতিরা। সোমবার (২৯) সিলেটের তিনটি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে উঠেন নিগার সুলতানা জ্যোতি ও মারুফা আক্তাররা।
জানা গেছে, বাংলাদেশ নারী ক্রিকেটারদের আমন্ত্রণ জানায় জেলার তিনটি স্কুল– আম্বরখানা গার্লস স্কুল, ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ এবং আনন্দ নিকেতন গার্লস স্কুল। সেখানে শিক্ষার্থীরা তাদের সঙ্গে সময় কাটান।
বাংলাদেশের তিন ক্রিকেটার অধিনায়ক নিগারের সঙ্গে ছিলেন ফাহিমা খাতুন ও মারুফা। নারী দলের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে তারা স্কুলগুলো পরিদর্শন করেন।
এ সময় অধিনায়ক শিক্ষার্থীদের সঙ্গে কিছুক্ষণ ক্রিকেটও খেলেন। পাশাপাশি শিক্ষার্থীদের আবদার মেটাতে নিগার তাদের সঙ্গে ছবি তোলার পাশাপাশি অটোগ্রাফও দেন। শিক্ষার্থীদের হাতে ম্যাচের সূচি তুলে দিয়ে তাদের মাঠে আসার আমন্ত্রণও জানান নিগার।
সাবেক অধিনায়ক হাবিবুল স্কুলের প্রধান শিক্ষকের হাতে নারী দলের অনুশীলন জার্সি তুলে দেন।