জ্বালানি ও বিদ্যুৎহীন গাজায় ফোন চার্জ দেয়ার মত বিদ্যুৎ নেই। এমন অবস্থায় রাফাহর এক শরণার্থী শিবিরে সৌরবিদ্যুৎ দিয়ে মোবাইল চার্জ দেয়ার ব্যবস্থা করেছেন এক তরুণ।
পুরো গাজা উপত্যকায় এখন ১৯ লাখ বাস্ত্যচ্যুত। এসব মানুষের ঠাঁই হয়েছে বিভিন্ন শরনার্থী শিবিরের অস্থায়ী তাবুতে। যেখানে নেই কোন বিদ্যুৎ সংযোগ। স্বজনদের খবর নিতে মোবাইল ফোনের বিকল্প নেই। কিন্তু ক্যাম্পে মোবাইল চার্জের ব্যবস্থা নেই।
এ অবস্থায় সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছেন বাস্ত্যচ্যুত এক তরুণ। যা দিয়ে কয়েকশো বাসিন্দা প্রতিদিন মোবাইল চার্জের সুযোগ পাচ্ছেন।
গাজা উপত্যকার বাস্ত্যচ্যুত বাহা আল দিন বাকের বলেন, আমরা মানবেতর জীবনযাপন করছি। এই উদ্যোগ সবার সাহায্যের জন্য করা। কেউ ফোন চার্জ দেন, আবার কেউ ব্যাটারি চার্জ করে তাঁবুতে সামান্য আলোর ব্যবস্থা করছেন।
এই তরুণ আরও জানান, শুধু বিদ্যুৎ নয়, ক্যাম্পে খাবার এবং সুপেয় পানির সংকট তীব্র। নেই প্রয়োজনীয় ত্রাণ। নারীদের জন্য টয়লেটের আলাদা ব্যবস্থা নেই। নবজাতক শিশুর খাবারের ব্যবস্থা নেই।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন ক্যাম্পে নতুন শরনার্থী আসছে। এদের কোথায় জায়গা দিবেন তা নিয়ে সন্দিহান তারা।
এসএ/দীপ্ত নিউজ