ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জোহানেসবার্গের হোটেল হিলটন স্যান্ডটনে এই বৈঠক শুরু হয়।
বর্তমান ভূ–রাজনৈতিক প্রেক্ষাপটে চীন ও বাংলাদেশ সরকার প্রধানের এই বৈঠককে বেশ গুরত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ চার বছর পর তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হল।
এদিকে আজ ৭০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ফ্রেন্ডস অফ ব্রিকস লিডারস ডায়ালগে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রিকসে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্তির বিষয়ে বাংলাদেশের পাশেই থাকবে চীন এমনটি জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ৷
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে অংশ নেন।
এসএ/দীপ্ত নিউজ